হাফিজুল নিলু : নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ ও কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় কালিয়া ডাকবাংলো মাঠে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সম ওয়াহিদুজ্জামান মিলু।
তিনি বলেন, “গত ১৮ মে নড়াগাতির যোগানিয়া বাজার এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাটের ওপর হামলার ঘটনা ঘটে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারি। তবে কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে আমরা নিশ্চিত নই।”
তিনি অভিযোগ করেন, “হামলার ঘটনার পর ওইদিন সন্ধ্যায় কালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন। বাস্তবতা হলো, ১৭ মে খুলনায় তারুণ্য সমাবেশ শেষে বিশ্বাস জাহাঙ্গীর ঢাকায় অবস্থান করছিলেন এবং ১৮ মে তিনি ব্যবসায়িক প্রয়োজনে দেশের বাইরে চলে যান। অথচ তাকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।”
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বক্তব্য শেষ হওয়ার পরপরই কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় একটি সংগঠিত মহল। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি মনিরুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাই রাব্বি কামাল, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও কালিয়া পৌর বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব সদ্দার আর্মস্ট্রং, ছাত্রদলের আহ্বায়ক রাকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি মোল্লা জুয়েল রানা, কালিয়া বাজার বণিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।







