Saturday, December 6, 2025

নড়াইলে পানতিতা গ্রামে পাকা রাস্তার কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার মূলিয়া ইউনিয়নের পানতিতা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাধার কারণে চলমান পাকা রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে। এতে করে এলাকাবাসী চরম ভোগান্তির মুখে পড়েছে। মঙ্গলবার দুপুরে পানতিতা গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ স্বাক্ষরিত একটি আবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন, যাতে অবিলম্বে রাস্তার কাজ পুনরায় শুরু করার দাবি জানানো হয়।

স্থানীয় বাসিন্দা দীপক বিশ্বাস জানান, মূলিয়া খেয়াঘাট থেকে পানতিতা গ্রামের টেপারি স্কুল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তার কাজ করছে এলজিইডি। কাজটি বাস্তবায়ন করছে ফকির এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু নড়াইল পানি উন্নয়ন বোর্ড রাস্তার কাজে আপত্তি জানিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। ফলে কৃষকদের যাতায়াত, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং সাধারণ মানুষের চলাফেরায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ মল্লিক বলেন, “বন্যা নিয়ন্ত্রণের নামে বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড এলজিইডি’র রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। অথচ এই এলাকায় কোনো বন্যা হয় না। এটা সম্পূর্ণভাবে সরকারের অর্থ অপচয় ছাড়া কিছু নয়।”

আরেক স্থানীয় বাসিন্দা প্রদীপ বিশ্বাস বলেন, “মাটির বাঁধ দিয়ে কোনো উন্নয়ন হবে না। বরং রাস্তা তৈরি হলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।”

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড, নড়াইলের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার অভিজিৎ কুমার সাহা বলেন, “নদীর ঘাট সংলগ্ন স্থানে কোনো ধরনের নির্মাণ কাজ করতে হলে পানি উন্নয়ন বোর্ডের অনুমতি (এনওসি) নিতে হয়। সেটি না নেওয়ায় আমরা দরখাস্ত দিয়ে রাস্তার কাজ বন্ধ রেখেছি।”

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণ জরুরি। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধানে উদ্যোগ নেব।”

এলাকাবাসী দ্রুত সমস্যা সমাধান করে রাস্তার কাজ পুনরায় শুরু করার জোর দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর