সিরি আ’র ২০২৫ মৌসুমের শেষ রাউন্ডে পাঁচজন কোচ থাকছেন না তাঁদের দলের ডাগআউটে। নিষেধাজ্ঞায় পড়েছেন শিরোপাপ্রত্যাশী দুই দল, নাপোলি ও ইন্টার মিলানের কোচ আন্তোনিও কন্তে এবং সিমোনে ইনজাগিসহ আরও তিন কোচ।
শুক্রবার অনুষ্ঠিতব্য শেষ রাউন্ডের ম্যাচেই নির্ধারিত হবে শিরোপার ভাগ্য। এক পয়েন্ট এগিয়ে থাকা নাপোলি খেলবে নিজেদের মাঠে কাগলিয়ারির বিপক্ষে, আর বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মুখোমুখি হবে কোমোর সঙ্গে। দুই দলের পয়েন্ট সমান হলে শিরোপার জন্য আয়োজন করা হবে প্লে-অফ ম্যাচ, সম্ভাব্য তারিখ ২৬ মে।
সিরি আ কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের (৩১ মে) আগে বিশ্রামের সুযোগ দিতেই দুটি বড় ম্যাচ আগেভাগে শুক্রবার আয়োজন করা হচ্ছে।
শেষ ম্যাচে পারমার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে শেষ মুহূর্তে তীব্র প্রতিক্রিয়ার কারণে লাল কার্ড দেখেন নাপোলি কোচ কন্তে। ম্যাচ শেষে তিনি বলেন,
“আমি ইংলিশ ফুটবলে অভ্যস্ত, সেখানে কেউ একটু ব্যথা পেলেই খেলা থেমে যায় না। পারমার সময় নষ্ট করার প্রবণতায় আমি বিরক্ত হয়েছিলাম, সেজন্যই মাঠ ছাড়তে হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “পুরো মৌসুম আমরা পরিশ্রম করেছি এই ম্যাচের জন্য। আমি আমার স্টাফ ও খেলোয়াড়দের ওপর যেমন ভরসা রাখি, তেমনি মাদোনা স্টেডিয়ামের গ্যালারির দর্শকদের ওপরও।”
অন্যদিকে, ইনজাগি লাল কার্ড দেখেছেন লাজিওর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে। একই ম্যাচে বহিষ্কৃত হয়েছেন লাজিও কোচ মার্কো বারোনিও। রোমার বিপক্ষে ৩-১ গোলে হারা ম্যাচে এসি মিলান কোচ সার্জিও কনসেইসাও লাল কার্ড দেখেন শেষ বাঁশির ঠিক আগে। এটি হতে পারে তাঁর কোচ হিসেবে মিলানে শেষ ম্যাচ।
পাঁচ কোচই এক ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন। এর মধ্যে কন্তে, ইনজাগি, বারোনি ও কনসেইসাওকে ৫ হাজার ইউরো করে জরিমানাও করা হয়েছে। পারমার কোচ ক্রিশ্চিয়ান চিভু লাল কার্ড দেখলেও তাঁকে আর্থিক জরিমানা করা হয়নি।
লিগের বাকি ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার, যেখানে নির্ধারিত হবে ইউরোপীয় প্রতিযোগিতার টিকিট ও অবনমন পাওয়া দলগুলোর ভাগ্য।
অনলাইন ডেস্ক







