Friday, December 5, 2025

যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের দুইটি জামাত, সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায়

আসন্ন ঈদুল আযহায় যশোরের কেন্দ্রীয় ঈদগাহে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টা এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুর সাড়ে ১২টায় কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ঈদগাহ কমিটির প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, প্রথম জামাত পরিচালনা করবেন কালেক্টরেট মসজিদের ইমাম মাওলানা ইয়াসিন আলম এবং দ্বিতীয় জামাত পরিচালনা করবেন জজকোর্ট মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হোসেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। তিনি বলেন, “সুশৃঙ্খলভাবে ঈদ জামাত আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী বলেন, “ঈদুল আযহাকে কেন্দ্র করে ঈদগাহসহ আশপাশের এলাকায় পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এসএম শরিফ হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইকরামুল ইসলাম শাওন প্রমুখ।

সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর