Saturday, December 6, 2025

যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরনে তিন শিশু আহত

যশোরে মাঠে ফেলে রাখা ককটেলকে টেনিস বল ভেবে কুড়িয়ে নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। আজ সোমবার সকাল আটটায় শহরের শংকরপুর ছোটনের মোড়ের পাশে খেলার মাঠে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের তাৎক্ষনিক যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

আহতদের স্বজনেরা জানান, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার পাঁচ বছরের শিশু খাদিজা সকালে খেলতে যায় ছোটনের মোড়ের ওই মাঠে। সেখানে থাকা একটি ককটেলকে বল ভেবে বাড়িতে নিয়ে যায়। ওই বল দেখে  ছয় বছরের সজিব ও তিনবছরের শিশু আয়েশা চলে আসে।  এক পর্যায় তারা খেলা শুরু করে। এমন সময় বলটি বিস্ফোরিত হয়ে চারজনই জখম হয়।

পরে তাদেরকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হলে খাদিজার অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।

বিশেষ প্রতিনিধি

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর