Friday, December 5, 2025

পর্তুগালের জার্সিতে রোনালদো জুনিয়রের আন্তর্জাতিক অভিষেক

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদোর গর্বের তালিকায় যোগ হলো আরেকটি অসাধারণ অর্জন। জাতীয় দলের হয়ে ২১৯ ম্যাচে ১৩৬ গোল করা এই পর্তুগিজ কিংবদন্তির উত্তরসূরি এবার নিজেই দেশের প্রতিনিধিত্বে নামল মাঠে। রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র পর্তুগালের অনূর্ধ্ব–১৫ দলের হয়ে প্রথমবারের মতো মাঠে নামল ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ব্লাকদো মার্কোভিচ টুর্নামেন্টে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে জাপানকে ৪–১ গোলে হারায় পর্তুগাল। যদিও শুরুর একাদশে সুযোগ না পেলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নামেন রোনালদো জুনিয়র। আন্তর্জাতিক ফুটবলে তার এটাই প্রথম পদচারণা।

মাঠে বসে নাতির অভিষেকের আনন্দ উপভোগ করেছেন রোনালদোর মা দোলোরেস আভেইরো। ম্যাচ শুরুর আগে ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লেখেন, ‘শুভকামনা পর্তুগাল।’

অভিষেকের এই বিশেষ মুহূর্তে ছেলেকে শুভেচ্ছা জানাতে ভুলেননি রোনালদো নিজেও। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘পর্তুগালের হয়ে তোমার অভিষেকের জন্য অভিনন্দন বাবা। তোমাকে নিয়ে খুবই গর্বিত।’

জাতীয় দলের জার্সি গায়ে রোনালদোর এই দ্বিতীয় প্রজন্মের উপস্থিতি যেন পর্তুগিজ ফুটবলে এক নতুন স্বপ্নের বার্তা। রোনালদো যখন এখনো মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন, তখনই তার ছেলেও আন্তর্জাতিক ফুটবলের যাত্রা শুরু করল—এ যেন একই সময়ে দুই প্রজন্মের মহাযাত্রা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর