Saturday, December 6, 2025

নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা হাসপাতালের সামনে নড়াইল-রূপগঞ্জ সড়কে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন ও ড্রাগ সমিতি, নড়াইল জেলা শাখা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক ডা. গফফার সরকারি দায়িত্ব পালনের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থে অনিয়ম ও দুর্নীতিতে লিপ্ত হয়েছেন। তাঁরা জানান, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে এবং আল্ট্রাসনো মেশিন থাকা সত্ত্বেও সেটি বিকল রেখে তত্ত্বাবধায়ক নিজেই নিচতলায় একটি এনজিও পরিচালিত সেন্টারে রোগীদের পাঠিয়ে আর্থিক লেনদেনে জড়াচ্ছেন।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, সরকারি ওষুধ ও মালামাল চুরি করে বিক্রি করা হচ্ছে, এবং একাধিক ভুয়া আল্ট্রাসনো রিপোর্ট দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। জনস্বার্থে অবিলম্বে তাঁকে অপসারণ ও শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি বিদ্যুৎ সান্যাল। বক্তব্য দেন সাধারণ সম্পাদক এসএম সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি তরিকুল ইসলাম তরিক, মো. সোহেল রানা ও শ্রমিক নেতা কামরুল বিশ্বাসসহ অন্যান্যরা।

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন ডা. আব্দুল গফফার। তিনি বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানো হচ্ছে। আমি কোনো অনিয়মে জড়িত নই।” তিনি জানান, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দালাল চক্রের হাসপাতাল প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার পরই ক্লিনিক মালিকদের স্বার্থে আঘাত লাগায় তাঁর বিরুদ্ধে এসব অপতৎপরতা শুরু হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর