Saturday, December 6, 2025

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প, উপসাগরীয়-মার্কিন শীর্ষ সম্মেলনে আসতে পারে বড় ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে আসন্ন উপসাগরীয়-মার্কিন শীর্ষ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন সংবাদমাধ্যম ‘মিডিয়া লাইন’ এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন, তবে সেই রাষ্ট্রে হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না।

বিশ্বের ১৪৭টি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ পশ্চিম ইউরোপীয় দেশ এখনও তা দেয়নি। তবে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দীর্ঘদিনের সমাধান হিসেবে বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতির পক্ষে অবস্থান নিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় এক কূটনীতিক জানিয়েছেন, ট্রাম্পের সম্ভাব্য ঘোষণা ‘মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে’। এই খবর এমন সময় সামনে এলো, যখন ট্রাম্প নিজেই সম্প্রতি এক ‘খুব ইতিবাচক ও বড়’ ঘোষণা আসার ইঙ্গিত দিয়েছিলেন।

এমন সম্ভাব্য ঘোষণা বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে। কারণ, এর আগে ট্রাম্প ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কোনো ইচ্ছা প্রকাশ করেননি। বরং প্রথম মেয়াদে তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সমালোচিত হয়েছিলেন।

তবে দ্বিতীয় মেয়াদে এসে ট্রাম্প মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে বেশ সক্রিয়। তিনি সম্প্রতি গাজায় নতুন এক যুদ্ধবিরতির সম্ভাবনার কথাও জানান। সবমিলিয়ে ধারণা করা হচ্ছে, আসন্ন সম্মেলনে ট্রাম্পের ঘোষণায় ফিলিস্তিন সংকট নিরসনে এক ঐতিহাসিক মোড় আসতে পারে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর