Friday, December 5, 2025

বার্সেলোনার নাটকীয় জয়, এল ক্লাসিকোতে ইতিহাস গড়ল ইয়ামাল-রাফিনিয়ারা

স্পোর্টস ডেস্ক: একটা সময় মনে হচ্ছিল, বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকোটা একতরফা হয়ে যাবে। ১৪ মিনিটেই কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ২–০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল রিয়াল। কিন্তু এরপর অলিম্পিক স্টেডিয়ামে বদলে যায় ম্যাচের চিত্র। পাল্টা আক্রমণে বার্সা গড়ে তোলে রোমাঞ্চকর এক প্রত্যাবর্তনের গল্প। শেষ পর্যন্ত ৪–৩ গোলের দারুণ এক জয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

১৯ মিনিটে এরিক গার্সিয়ার হেডে গোল করে ব্যবধান কমায় বার্সা। এরপর ২ মিনিটের ব্যবধানে ইয়ামাল ও রাফিনিয়ার গোলে ৩–২ ব্যবধানে এগিয়ে যায় তারা। রাফিনিয়ার দ্বিতীয় গোল আসে বিরতির আগ মুহূর্তে, ৪৫ মিনিটে। এর মধ্য দিয়ে এল ক্লাসিকোর ১০৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রথমার্ধেই দেখা মেলে ছয় গোলের—শেষবার এমনটি হয়েছিল ১৯২২ সালে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল করেও অফসাইডে বাতিল হয় ইয়ামালের একটি গোল। তবে রিয়াল কোচ আনচেলত্তির কৌশলগত পরিবর্তনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় রিয়াল। ৭০ মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে, কিন্তু ম্যাচে ফিরতে তা যথেষ্ট হয়নি।

শেষ দিকে ফেরমিন লোপেজের গোল বাতিল হলেও ৪–৩ ব্যবধান ধরে রাখে বার্সা। জয়ের ফলে এখন লিগ শিরোপা থেকে মাত্র এক জয় দূরে তারা। পরবর্তী ম্যাচে এস্পানিওলকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে ইয়ামাল-রাফিনিয়ারা।

এ ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছে বার্সা—১২৩ বছরের মধ্যে এই প্রথম কোনো দল এল ক্লাসিকোতে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে থেকেও এগিয়ে থেকে বিরতিতে গেছে। টানা চতুর্থ এল ক্লাসিকো জয়ে বার্সা প্রমাণ করল, দুর্দান্ত প্রত্যাবর্তনই তাদের নতুন পরিচয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর