Saturday, December 6, 2025

তত্ত্বাবধায়ক ও প্রাইভেট ডায়াগনস্টিক মালিকদের দ্বন্দ্বে নড়াইল সদর হাসপাতালে সেবা ব্যাহত

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর হাসপাতাল ও প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলোর মধ্যে দ্বন্দ্বের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। হাসপাতালে আসা রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে না পেরে দুর্ভোগে পড়ছেন।

৮ মে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার এক চিঠিতে ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ করেন। এর প্রতিবাদে ৯ মে নড়াইল জেলা প্রাইভেট ডায়াগনস্টিক ও হাসপাতাল অনার্স অ্যাসোসিয়েশন জরুরি সভা করে সদর হাসপাতালের রোগীদের সকল পরীক্ষা-নিরীক্ষা বন্ধ ঘোষণা করে।

১০ ও ১১ মে হাসপাতালে গিয়ে দেখা গেছে, রোগীরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়েও জরুরি পরীক্ষা করাতে ব্যর্থ হচ্ছেন। অনেকে হাসপাতাল তত্ত্বাবধায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সমাধান পাননি।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস. এম. সাজ্জাদ বলেন, “তত্ত্বাবধায়কের এই চিঠি অবৈধ, তিনি আমাদের সরাসরি কোনো নির্দেশনা দিতে পারেন না। তার নির্দেশনা অবশ্যই সিভিল সার্জনের মাধ্যমে আসতে হবে। চিঠি প্রত্যাহার না হলে আমরা হাসপাতালের কোনো পরীক্ষা করব না।”

সভাপতি বিদ্যুৎ সান্নাল বলেন, “এই হঠকারী সিদ্ধান্তের আমরা নিন্দা জানাই। অচিরেই আমরা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানাব।”

এদিকে তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গফফার বলেন, “এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি সরকারের উর্ধ্বতন নির্দেশ। হাসপাতাল থেকে আসা কোনো রোগীর টেস্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়নি। মূলত দালালদের দৌরাত্ম্য ঠেকাতেই এই পদক্ষেপ। কারো আপত্তি থাকলে সিভিল সার্জনের সঙ্গে কথা বলুক।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর