Saturday, December 6, 2025

সালমান হত্যায় মামলা, আটক ১

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় যুবদলকর্মী ও বালু ব্যবসায়ী সালমান খন্দকার হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার (১১ মে) সকালে নিহতের ছোট ভাই নাহিদ খন্দকার লোহাগড়া থানায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

এ মামলায় পুলিশ শামুকখোলা গ্রামের মান্নান মোল্যার ছেলে মশিয়ার মোল্যাকে ভোররাতে গ্রেপ্তার করেছে।

এর আগে ৮ মে রাতে শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে সালমান স্থানীয় বন্ধুদের সঙ্গে রামকান্তপুরে মধুমতি নদীর পাড়ে পিকনিকে যান। রাত ১১টার দিকে তিনি বাড়ি ফিরে আবার মোটরসাইকেল নিয়ে বের হন। পরদিন সকালে কাউলিডাঙ্গা বিল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান জানান, মামলার আসামিদের ধরতে অভিযান চলছে। একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখনও হত্যাকাণ্ড নিয়ে সে মুখ খোলেনি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর