নড়াইল প্রতিনিধি: নড়াইল শহরতলির সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম হাফেজ শফিকুল ইসলাম সুজ্জলকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ মে) সকাল ৯টার দিকে জাতীয় ইমাম সমিতি, সদর উপজেলা শাখার আয়োজনে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন মসজিদের খতিব মুফতি হেদায়েত হোসেন, নবগঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুর রহমান, উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও কামরুল ইসলাম সরদার প্রমুখ।
বক্তারা বলেন, জায়নামাজ বিছানোকে কেন্দ্র করে গত শনিবার (১০ মে) আসরের নামাজের আগে স্থানীয় বাদশা সরদার ইমাম শফিকুল ইসলামকে গালিগালাজ করে কিল-ঘুষি মারেন। মুসল্লিরা বাধা দিলে তাদেরও হুমকি দেওয়া হয়—হাতের কবজি কেটে নেওয়ার ভয় দেখানো হয়। ঘটনার পর বাদশা সরদার মসজিদের বাইরে রামদা হাতে ইমামকে আক্রমণের উদ্দেশ্যে অপেক্ষা করতে থাকেন। বক্তারা দ্রুত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি পলাশ সরদার, স্থানীয় ব্যক্তিরা—শামীম সরদার, সবুজ সরদার, মহব্বত হোসেন, মনিরুল সরদার, দুলাল সরদার, অমিত হাসান সরদার, সরোয়ার শেখ, হিরু গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন ফেরিঘাট জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদ, বোড়াবাদুরিয়া মসজিদের ইমাম আব্দুল আলিম, মালিবাগ মসজিদের ইমাম আল আমিন, নাজমুল অহিদ, শরিফুল ইসলাম, ইরফানুল বারী উজ্জ্বল, মশিয়ার রহমান, মিজান মোল্লাসহ অর্ধশতাধিক মুসল্লি।







