Friday, December 5, 2025

যুদ্ধবিরতির পর আবার মাঠে ফিরছে আইপিএল ও পিএসএল, প্রস্তুতি জোরালো

ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধাবস্থার পর অবশেষে এসেছে স্বস্তির খবর—দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থগিত হওয়া ক্রিকেট টুর্নামেন্টগুলো নিয়েও আবার জেগেছে আশার আলো। ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে বড় সুখবর—আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এবং পিএসএল (পাকিস্তান সুপার লিগ) আবারও মাঠে গড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইপিএল ফের শুরু হতে পারে ১৫ মে থেকে। ইতোমধ্যেই বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। তবে সবকিছু নির্ভর করছে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের ১১ মে’র বৈঠকের সিদ্ধান্তের ওপর।

যুদ্ধের কারণে ৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি বাতিল হয় এবং এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করা হয়। যদি ১৫ মে খেলা শুরু হয়, তাহলে এক সপ্তাহ বিরতি দিয়েই টুর্নামেন্ট আবার মাঠে ফিরবে।

পিএসএল নিয়েও পাকিস্তানে চলছে তোড়জোড়। জিও নিউজ জানিয়েছে, পিএসএলের বাকি আটটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে রাখার এবং দেশি খেলোয়াড়দের প্রস্তুত রাখার নির্দেশ ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দেওয়া হয়েছে।

তবে আইপিএলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিদেশি ক্রিকেটারদের ফিরে পাওয়া। অধিকাংশ বিদেশি খেলোয়াড় ও স্টাফ ৯ ও ১০ মে’র মধ্যে ভারত ত্যাগ করেছেন। তাদের মধ্যে কেউ যাত্রাপথে থাকলে থেমে যেতে বলা হয়েছে। কিছু ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে কোচিং স্টাফদের ফেরাতে সফল হয়েছে। বিশেষ করে গুজরাট টাইটানস তুলনামূলক ভালো অবস্থানে আছে, কারণ তাদের মাত্র দুজন বিদেশি খেলোয়াড় দেশ ছেড়েছেন।

বিসিসিআই যদি ১৫ মে’র মধ্যে টুর্নামেন্ট চালু করতে পারে, তাহলে বেশিরভাগ খেলোয়াড় ফেরার সম্ভাবনা আছে। তবে যদি খেলা ২৫ মে’র পর শুরু হয়, তখন দ্বিপক্ষীয় সিরিজ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালকে কেন্দ্র করে অনেক বিদেশি খেলোয়াড় আর ফিরবেন না। বিশেষ করে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ফিরিয়ে আনা কঠিন হবে বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।

এখন পর্যন্ত আইপিএলের ৫৭টি ম্যাচ সম্পন্ন হয়েছে। ৫৮তম ম্যাচটি ৮ মে মাঝপথে বন্ধ হয়ে যায়। সেই ম্যাচ পুনরায় হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও বাকি ১২টি লিগ ম্যাচ এবং চারটি প্লে-অফ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। সম্ভাব্য নতুন ভেন্যু হিসেবে উঠে আসছে বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদের নাম।

সপ্তাহখানেক আগেও অনিশ্চয়তায় থাকা দুই জনপ্রিয় লিগ এখন আবার মাঠে ফেরার অপেক্ষায়। সবকিছু ঠিকঠাক চললে, কয়েক দিনের মধ্যেই ক্রিকেটপ্রেমীরা আবার ফিরে পাবেন ব্যাট-বলের সেই উত্তেজনা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর