শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তে ৩৮০ বোতল ফেনসিডিলসহ সোহাগ হোসেন (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করে।আটক সোহাগ শার্শা উপজেলার ইছাপুর গ্রামের কিতাব আলী বিশ্বাসের ছেলে।পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল এনে ইছাপুর মাঠে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে। পরে পুলিশ অভিযান চালিয়ে ৩৮০ বোতল ফেনসিডিলসহ সোহাগকে আটক করে।শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।







