Friday, December 5, 2025

স্থগিত আইপিএল

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও ছড়িয়েছে ভারত-পাকিস্তানের চলমান সংঘাতের প্রভাব। যুদ্ধাবস্থার মধ্যে নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএলের চলতি ১৮তম আসর। একই কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলো সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

শুক্রবার (৯ মে) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক জরুরি সভায় ভারত সরকারের পরামর্শে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয়। এর আগে বৃহস্পতিবার ধরমশালায় দিল্লি-পাঞ্জাব ম্যাচ চলাকালীন হঠাৎ ব্ল্যাকআউট হওয়ায় ম্যাচ স্থগিত করে দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। ম্যাচ সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচিং স্টাফ ও সম্প্রচারকর্মীদের নিরাপদে সরিয়ে আনতে হয় বিশেষ ট্রেনের মাধ্যমে, কারণ বিমানবন্দর বন্ধ ছিল।

পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে অনেক বিদেশি খেলোয়াড়, বিশেষ করে অস্ট্রেলিয়ানরা, ভারতে আর থাকতে অনিচ্ছা প্রকাশ করেন। পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়, তারা যত দ্রুত সম্ভব নিজ নিজ দেশে ফিরতে চান।

অন্যদিকে, পাকিস্তানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে ড্রোন হামলায় এক ম্যাচ স্থগিত হয়। এরপরই বিদেশি খেলোয়াড়দের অনুরোধে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রাতেই সিদ্ধান্ত নেয়—পিএসএলের বাকি আট ম্যাচ আরব আমিরাতে আয়োজন করা হবে। শিগগিরই নতুন সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে পিসিবি।

খেলাধুলার মাঠে এমন স্থবিরতা বিশ্বব্যাপী ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছে। যুদ্ধাবস্থা না কেটে গেলে পরিস্থিতি আরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর