প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক দেশসংযোগ’ পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৮ মে) রাতে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি দল পত্রিকা অফিসের শাটারের তালা ভেঙে ভেতরের টেবিল-চেয়ার, কম্পিউটারসহ অন্যান্য মালামাল বাইরে এনে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।
‘দৈনিক দেশসংযোগ’-এর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাটির প্রথম পাতায় আওয়ামী লীগ নেতা কাজী এনায়েতের মৃত্যুর খবরে লেখা হয়, ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ’লীগের শোক’। এছাড়া, সেখানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী এবং কয়েকজন সাবেক সংসদ সদস্যকে বর্তমান এমপি হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।







