Saturday, December 6, 2025

নয়াদিল্লিতে ইরানকে জানাল শান্তিপূর্ণ অবস্থানের বার্তা ভারত

কাশ্মীরে সম্প্রতি সংঘটিত হামলার প্রেক্ষিতে সীমান্তপারে লক্ষ্যভিত্তিক সামরিক প্রত্যাঘাত চালালেও, পরিস্থিতি যেন আরও জটিল না হয়—সে বিষয়ে আগ্রহী নয় ভারত। সফররত ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এ বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

দিল্লিতে আয়োজিত ভারত-ইরান ২০তম যৌথ কমিশনের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে জয়শঙ্কর বলেন, “গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরে যে নির্মম সন্ত্রাসী হামলা হয়েছে, তার জবাবে আমরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে সুনির্দিষ্ট প্রত্যাঘাত চালানো হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “ভারত সংঘাত চায় না, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠুক—তা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু যদি আঘাত আসে, তাহলে ভারত শক্তভাবে জবাব দেবে। ইরান আমাদের প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী। আপনারা যেন বাস্তব অবস্থা সম্পর্কে সম্যক ধারণা পান, সে জন্যই এই বিষয়গুলো আমরা তুলে ধরছি।”

ইরান ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই আলোচনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যৌথ কমিশনের এই বৈঠকে চাবাহার বন্দর, জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে উভয় দেশই গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যাচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর