পাকিস্তান সুপার লিগের ম্যাচ চলাকালেই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে ভারতীয় একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে এ ঘটনায় দুইজন আহত হন এবং পাশের একটি রেস্তোরাঁ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে ওই দিন সন্ধ্যায় অনুষ্ঠেয় পেশোয়ার জালমি বনাম করাচি কিংস ম্যাচটি অনিশ্চিত হয়ে পড়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘সামা টিভি’ জানায়, ড্রোনটি নজরদারির উদ্দেশ্যে ব্যবহার হচ্ছিল বলে মনে করছে পুলিশ। তবে এতে বিস্ফোরক ছিল কি না, তা নিয়ে তদন্ত চলছে। ড্রোনটি কোথা থেকে এসেছিল, তা-ও নিশ্চিত নয়।
এ ঘটনার জেরে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থানরত বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বাংলাদেশি দুই ক্রিকেটার নাহিদ রানা (পেশোয়ার জালমি) ও রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স) নিরাপদেই আছেন। রিশাদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।” তিনি আরও একটি ছবি শেয়ার করে লিখেছেন, “ভ্রাতৃত্ব।”
পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খান এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে একটি ভারতীয় ড্রোন গাছে ধাক্কা খায়। অথচ এখানে চলছে পিএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ। ভারতের কাপুরুষোচিত কাজ এগুলো।”
রাওয়ালপিন্ডিতে পিএসএল ম্যাচ চলবে ১০ মে পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতে পারে।







