Saturday, December 6, 2025

বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই সামিত সোমের

কানাডা জাতীয় ফুটবল দলে খেলা সামিত সোম এখন বাংলাদেশের হয়ে খেলতে পারবেন বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজ (সোমবার) ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এ বিষয়ে ইতিবাচক সঙ্কেত দিয়েছে। ফলে ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সামিতের মাঠে নামতে আর কোনো বাধা রইল না।

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানান, “কিছুক্ষণ আগে আমরা ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির চিঠি পেয়েছি। এখন সামিতের বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো আনুষ্ঠানিকতা বাকি নেই।”

ফিফার চিঠিতে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না থাকলেও, আইনের নির্দিষ্ট ধারা তুলে ধরে সিদ্ধান্ত সংশ্লিষ্ট ফুটবল সংস্থার ওপর ছেড়ে দেওয়া হয়। ফাহাদ করিম বলেন, “কিছু ধারা উল্লেখ করে ফিফা জানিয়েছে, সামিত বাংলাদেশের হয়ে খেলার যোগ্য এবং বাফুফে চাইলে তাকে খেলাতে পারে। আগেও ফিফা এ ধরনের বার্তা দিয়েছে।”

গতকাল রাতে বাফুফে সামিত সোমকে নিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে। ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত আসায় অনেকেই একে বর্তমান বাফুফে প্রশাসনের সাফল্য হিসেবে দেখছেন। ফাহাদ করিম বলছেন, “তার বাবা-মা দুজনই জন্মসূত্রে বাংলাদেশি। তাই অরিজিনের দিক থেকে কোনো জটিলতা ছিল না। তাছাড়া সামিত কানাডার হয়ে অফিসিয়াল কোনো ম্যাচ খেলেননি। এছাড়া আমাদের সভাপতি ফিফার সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন।”

উল্লেখযোগ্যভাবে, মাত্র ২৫ দিনের মধ্যে বাফুফে সামিতের জন্মনিবন্ধন, পাসপোর্ট, কানাডার অনাপত্তিপত্র এবং ফিফার ছাড়পত্র সংগ্রহ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে পাসপোর্ট পাওয়ার এক দিনের মধ্যেই ফিফার ছাড়পত্র পাওয়া দৃষ্টান্তমূলক।

২০১৩ সালে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার হাত ধরে বাংলাদেশ জাতীয় দলে প্রবাসী ফুটবলারের যাত্রা শুরু হয়। এরপর একে একে দলে যুক্ত হয়েছেন ফিনল্যান্ডের তারিক কাজী, কানাডার রাহবার খান ও কাজেম শাহ এবং ইংল্যান্ডের হামজা চৌধুরী। এবার সেই তালিকায় যোগ হচ্ছেন সামিত সোম।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর