Friday, December 5, 2025

বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা শাখার আয়োজনে “তরুণদের অধিকার প্রতিষ্ঠা” শীর্ষক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন যুবদলের বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি হারুন আল রশিদ। সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ আব্দুল্লাহ।

সভায় বাগেরহাট জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার অন্তর্গত ১২টি ইউনিটের আহ্বায়ক, সদস্য সচিব এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, আগামী ১৬ মে খুলনায় সেমিনার এবং ১৭ মে সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা জরুরি। তরুণদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত দেন। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর