নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি আসছে শিগগিরই। নতুন নিয়োগ বিধিমালা ২০২৫ চূড়ান্ত হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, সহকারী শিক্ষক পদে বর্তমানে প্রায় ৮ হাজার ৪৩টি শূন্যপদ রয়েছে, যা বিজ্ঞপ্তি প্রকাশের সময় বেড়ে ১০ থেকে ১২ হাজারে পৌঁছাতে পারে। এর বাইরে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য আরও ৫ হাজার ১৬৬ জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। ফলে মোট নিয়োগ হতে পারে প্রায় ১৭ হাজারের বেশি পদে।
নতুন বিধিমালা অনুযায়ী, এবার নিয়োগে পোষ্য ও নারী কোটা রাখা হচ্ছে না। ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি ৭ শতাংশ কোটায় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও উত্তরসূরি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা অন্তর্ভুক্ত থাকবেন।
এছাড়া, নতুন বিধিমালায় বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের জন্য ২০ শতাংশ অগ্রাধিকার থাকবে।
নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীরা পদের ধরণ অনুযায়ী বাছাই করে আবেদন করতে পারবেন। ক্লাস্টার ভিত্তিতে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যেখানে ২০ থেকে ২৫টি বিদ্যালয় নিয়ে গঠিত একটি ক্লাস্টারের জন্য নিয়োগ দেওয়া হবে একজন করে শিক্ষক।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, “নতুন বিধিমালা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায়। অনুমোদন মিললেই দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”