Saturday, December 6, 2025

নড়াইলে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

নড়াইল প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, নড়াইল জেলা শাখার সদস্যরা। সোমবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক কিশোর কুমার দে, উপদেষ্টা খান আজিম উদ্দিন, মো. মাহমুদুল হাসান, মোহন মোল্যা, মাসুদুল হাসান তনু, রহমতুল্লাহ সুমন, খন্দকার শফিকুল ইসলামসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তারা বিচারকদের সহায়ক কর্মচারী হিসেবে একই দপ্তরে দায়িত্ব পালন করলেও বিচারকদের মতো জুডিশিয়াল সার্ভিস পে-স্কেল অনুযায়ী বেতন পান না। বরং জনপ্রশাসন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পান, যা বৈষম্যমূলক। ফলে দীর্ঘদিন ধরে পদোন্নতি না পেয়ে অনেক কর্মচারী হতাশা নিয়ে অবসরে যাচ্ছেন।

তারা আরও বলেন, বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিস পে-স্কেলে অন্তর্ভুক্ত করা, ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডে অন্তর্ভুক্তি, ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর