Friday, December 5, 2025

ফিফার আমন্ত্রণে বাগদাদ যাচ্ছেন রেফারি তৈয়েব হাসান

সাতক্ষীরা প্রতিনিধি: আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার আয়োজনে ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিতব্য রেফারি ইনস্ট্রাক্টরস সেমিনারে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক ফিফা এলিট রেফারি ও রেফারি প্রশিক্ষক তৈয়েব হাসান।

ফিফার আমন্ত্রণে তিনি ৭ মে কাতার এয়ারলাইন্সে বাগদাদের উদ্দেশ্যে রওনা হবেন এবং ১২ মে দেশে ফিরবেন।

তৈয়েব হাসান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়—১৮ বছর—আন্তর্জাতিক অঙ্গনে ফিফা রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন, যা দেশের রেফারিং ইতিহাসে রেকর্ড।

তিনি একমাত্র জীবিত রেফারি যিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হয়েছেন এবং ওই পুরস্কারের অর্থ স্থানীয় দুস্থ ও অপুষ্ট শিশুদের কল্যাণে ব্যয় করেন। এছাড়া, তিনি দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র ইন্টারন্যাশনাল রেফারি অ্যাওয়ার্ড (এএফসি রেফারিজ মোমেন্টো অ্যাওয়ার্ড) অর্জন করেন।

২০১৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে (নেপাল) প্রথম দক্ষিণ এশীয় হিসেবে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেই স্মরণীয় ম্যাচে পরিহিত জার্সিটি তিনি নিলামে তুলে ৫ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করেন এবং তা করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রদান করেন।

তার এই মানবিক উদ্যোগের জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান।

খেলাধুলায় অবদানের জন্য তিনি জাতীয় স্বীকৃতিসহ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সোনালী অতীত ক্লাব-ঢাকা, সাতক্ষীরা জেলা সমিতি-ঢাকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও সম্মাননা পেয়েছেন।

ক্রীড়াঙ্গনের পাশাপাশি তৈয়েব হাসান সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর