Friday, December 5, 2025

আন্তর্জাতিক শ্রমিক দিবসে মোরেলগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ

এইচ. এম. শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রতিনিধি: “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”—এই প্রতিপাদ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আর এম হাসপাতাল সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। এতে শতাধিক শ্রমজীবী মানুষ, সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সচেতন নাগরিক অংশ নেন।

পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক এবং বাগেরহাট-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আমির মাওলানা মো. শাহদাৎ হোসাইন, পৌর আমির মো. রফিকুল ইসলাম, বারইখালী ইউনিয়ন জামায়াত সভাপতি মুহিব্বুল্লাহ রফিক ও ফোরকান ইসলামিয়া পাঠাগারের পরিচালক মো. শামছুল হক খান।

বক্তারা বলেন, পুঁজিবাদী ব্যবস্থায় শ্রমিকরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর