Saturday, December 6, 2025

বর্ণাঢ্য আয়োজনে লোহাগড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

নড়াইল প্রতিনিধি: ১৩৯তম আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মে দিবস উদযাপিত হয়েছে। বুধবার (১ মে) সকাল ৯টায় ব্যান্ড পার্টি সহ একটি বর্ণাঢ্য র‌্যালি আলাউদ্দিন মুন্সীর মোড় থেকে যাত্রা শুরু করে লোহাগড়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং সামাজিক নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মো. নুর ইসলাম, চেয়ারম্যান—জাতীয় সাংবাদিক সংসদ ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস. এম. শাহীন বিপ্লব ও সাংবাদিক খায়রুল ইসলাম।

সভায় অতিথিরা শ্রমিকদের জন্য একটি নিজস্ব কার্যালয় স্থাপনের আশ্বাস দেন এবং শ্রমিকদের ন্যায্য দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর