Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় ইউপি সদস্য আলম মোল্যা আটক

বাঘারপাড়া প্রতিনিধি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের হয়রানির অভিযোগে ইউপি সদস্য আলম মোল্যাকে গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে বাঘারপাড়া থানা পুলিশ।

জানা গেছে, বাঘারপাড়া উপজেলার  বন্দবিলা ইউনিয়নের ২ নং প্রেমচারা ওয়ার্ডের সদস্য আলম মোল্যা (৫৫) কে শনিবার সকালে বাঘারপাড়া থানা পুলিশ আটক করে।

বাঘারপাড়া থানার ওসি জানান, ইউপি সদস্য আলম মোল্যার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের করা একাধিক মামলা ও জিডি রয়েছে। সে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী আলাউদ্দীন বিশ্বাস, খোকন বিশ্বাসসহ অপরাপর সাক্ষীদের হয়রানি করে আসছিল।শনিবার সকালে সে বিভিন্ন বিষয় নিয়ে দেনদরবার করতে থানা চত্বরে আসলে তাকে সেখান থেকে গ্রেফতার করে আদালতে চালান দেয়া হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর