Friday, December 5, 2025

সাতক্ষীরায় জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি জব্দ, আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ক্ষতিকারক জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি জব্দ করেছে সেনাবাহিনী। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের আতাউর মোড়লের বাড়িতে অভিযান চালায়। কালিগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. নাহিদ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাগদা, গলদা ও হরিনা জাতের মোট ২১০ কেজি চিংড়ি জব্দ করা হয়, যেগুলোতে জেলি পুশ করা হয়েছিল।

সাতক্ষীরায় জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি জব্দ, আটক ২এছাড়াও অভিযানে জেলি পুশ করার বিভিন্ন সরঞ্জাম, সিরিঞ্জ, জেলি ও ওষুধ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—গুমানতলী গ্রামের কাওছার মোড়লের ছেলে মো. আতাউর মোড়ল এবং শওকত মোল্লার মেয়ে ছামিয়া বেগম।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। আদালত অভিযুক্তদের ১ লাখ টাকা জরিমানা করেন, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

জব্দকৃত চিংড়িগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর