Friday, December 5, 2025

সাতক্ষীরায় জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের লেক ভিউ রিসোর্টের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও উন্নয়ন সংগঠন ‘রুপান্তর’। কর্মসূচিতে সহায়তা করে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস। সভাপতিত্ব করেন রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন—সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, শ্যামনগরের কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ আল মুয়িজুর রহমান এবং পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জনগণের অংশগ্রহণে স্থানীয় সরকারের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। পানি ও পরিবেশ নিরাপদ রাখতে সরকারি-বেসরকারি সকল সংস্থার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, পানি ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য নিয়ন্ত্রণে বিদ্যমান নীতিমালা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা দলভিত্তিক কাজের মাধ্যমে স্থানীয় পর্যায়ের চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে মতবিনিময় করেন।

কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সদস্যরাও অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর