Saturday, December 6, 2025

যশোরে বাস তল্লাশি করে মিললো দুই হাজার পিছ ইয়াবা, যুবক আটক

যশোর-নড়াইল সড়কের দাইতলা যাত্রীবাহী একটি বাস থেকে ২ হাজার পিস ইায়াবা ট্যাবলেটসহ রনি শেখ নামে এক যুবক আটক হয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম তাকে আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, মঙ্গলবার তারা দাইতলা ব্রিজের কাছে নড়াইল এক্সপ্রেসের একটি বাসে তল্লাশি চালান। এ সময় বাসের ভেতর থেকে রনি শেখ নামে ওই যুবককে তারা আটক করেন। পরে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রনি শেখ মাদারীপুর সদর উপজেলার কুমড়াখালী গ্রামের দেলোয়ার শেখের ছেলে। এ ব্যাপারে উপ-পরিদর্শক মো. সাইদুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেছেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর