Friday, December 5, 2025

সাতক্ষীরায় জেলা বিএনপির সাংগঠনিক সভা, কার্যকর কমিটি গঠনে সময়সীমা নির্ধারণ

সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কু-ু এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন, প্রফেসর ডা. শহিদুল আলমসহ জেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

সভায় সংগঠনকে তৃণমূল পর্যায়ে গতিশীল করতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৭ মে ২০২৫-এর মধ্যে পৌর ও ইউনিয়ন ওয়ার্ডসমূহে পূর্ণাঙ্গ কমিটি (পৌর ওয়ার্ডে ৭১ ও ইউনিয়ন ওয়ার্ডে ৫১ সদস্য) গঠন করতে হবে। ১৫ মে ২০২৫-এর মধ্যে ইউনিয়ন এবং ২৯ মে ২০২৫-এর মধ্যে উপজেলা সম্মেলন সম্পন্ন করতে হবে।

সাতক্ষীরায় জেলা বিএনপির সাংগঠনিক সভা, কার্যকর কমিটি গঠনে সময়সীমা নির্ধারণপাশাপাশি জানানো হয়, দলের আদর্শচ্যুত, বিতর্কিত, মাদক সংশ্লিষ্ট ও চিহ্নিত অনুপ্রবেশকারীরা বিএনপির সদস্য ফর্ম নবায়ন করতে পারবেন না। চাঁদাবাজ, সন্ত্রাসী বা দখলবাজ কেউ দলে জায়গা পাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের জন্য সাংগঠনিক টিম গঠন করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং ক্লিন ইমেজের নেতৃত্ব প্রতিষ্ঠায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্তরা হলেন,  সাতক্ষীরা-১  টিম লিডার – আবুল হাসান হাদি; সদস্য – মাস্টার আব্দুল ওয়াহেদ, শেখ সিরাজুল ইসলাম, মহিউদ্দিন সিদ্দিকী। সাতক্ষীরা-২ টিম লিডার – ড. মো. মনিরুজ্জামান; সদস্য – আব্দুর রশিদ মিয়া, আসাফুর রহমান তুহিন, শেখ নুরুজ্জামান।  সাতক্ষীরা-৩ টিম লিডার – মো. আক্তারুল ইসলাম; সদস্য – এড. নুরুল ইসলাম, মো. ইব্রাহিম হোসেন, শেখ মাসুম বিল্লাহ শাহিন। সাতক্ষীরা-৪ টিম লিডার – তাজকিন আহমেদ চিশতি; সদস্য – অধ্যক্ষ রইচ উদ্দীন, স. ম হেদায়েতুল ইসলাম, প্রভাষক আতাউর রহমান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর