৫ লাখ টাকা চাঁদা না পেয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার যুবদল নেতা নাসির উদ্দিনকে মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। তিনি বাঘারপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মারফত আলী শেখের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামের সববাস করেন।
আসামিরা হলো, বাঘারপাড়ার কৃষ্ণপুর গ্রামের মৃত শফিখ শেখ ওরফে আইজেলের ছেলে মোশারফ হোসেন, জাহাঙ্গীর শেখ, আহম্মদ শেখের ছেলে রিয়াজুল ইসলাম রাজু, মুন্তাজ শেখের ছেলে শফিক শেখ এবং আবু বক্কার সিদ্দিকীর ছেলে রফিকুল ইসলাম।
এজাহারে নাসির উদ্দিন উল্লেখ করেছেন, তিনি ওয়ার্ড যুবদলের নির্বাহী কমিটির নেতা। বিগত আওয়ালী লীগের শাসনামলে আসামিরা চাঁদা দাবিতে তার বাড়িঘর ভাংচুর করে। তিনি সে সময় পালিয়ে বেড়াতেন। গত আগস্টের পর আসামিরা কিছুদিন গা ঢাকা দিয়ে ফের গ্রামে ফিরে আসে এবং তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে তাকে মারপিটের হুমকি দেয়। গত ১৬ এপ্রিল বিকেলে তিনি বাঘারপাড়ার খাজুরা বাজার থেকে ইজিবাইকে করে যশোরে ফিরছিলেন। পথিমধ্যে লেবুতলা বাজার পার হলে আসামিরা ইজিবাইকের গতিরোধ করে তার নামিয়ে নেয়। সে সময় চাদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় তাকে কিল ঘুষি, চড় থাপ্পড় মারে। ঘটনার সময় পথচারিরা এগিয়ে আসলে এক সপ্তাহের মধ্যে টাকা দেয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এবং থানায় অভিযোগ করলে গত শুক্রবার রাতে তা মামলা হিসাবে রেকর্ড হয়।
যশোরে যুবদল নেতাকে মারপিটের ঘটনায় মামলা

আরো পড়ুন






