Friday, December 5, 2025

সরকারি বদ্ধ জলমহলের বন্দোবস্তকৃত জমি নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার হরিঢালী ইউনিয়নে সরকারি বদ্ধ জলমহলের ইজারাকৃত জমি নিয়ে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কপিলমুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন হরিঢালীর আল আমিন গাজী।

লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার চিনামলা ও গোয়ালবাথান মৌজার ১নং খাস খতিয়ানের আওতায় হরিদাশকাটি (বদ্ধ) জলমহলের ৮.৯২ একর জমির ইজারা সরকারি নীতিমালা অনুযায়ী কপিলমুনিস্থ নগর শ্রীরামপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে রবীন্দ্র নাথ বিশ্বাস গ্রহণ করেন। সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক তিনি ইজারা মূল্যের রাজস্ব পরিশোধ করেন এবং ৯ এপ্রিল ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে দখল বুঝে নেন।

পরবর্তীতে, জলমহলের ৬ আনা অংশ তিন বছরের জন্য সাবলিজ দেওয়া হয় শেখ বিল্লাল হোসেন, শেখ ইকবাল হোসেন, আবু বক্কার গাজী, আঃ রউফ গাজী এবং এস.এম মিনারুল ইসলামকে। তারা স্থানীয়ভাবে শেখ মতিউর রহমানসহ কয়েকজনকে মৌখিক চুক্তিতে জমি চাষের সুযোগ দেন। কিন্তু চুক্তি অনুযায়ী ফসল বা ইজারা মূল্য পরিশোধ না করে মতিউর রহমান পক্ষ মিথ্যা অভিযোগ এবং অপপ্রচার শুরু করে।

১১ এপ্রিল শেখ মতিউর এক ভ্যান ধান বুঝিয়ে দিলেও পরে থানায় মিথ্যা অভিযোগ দেন এবং স্থানীয় সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করেন। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, শেখ মতিউর ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

আসলে, ২০০৯ সালের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের বন্দোবস্ত বাতিল করা হয়, এবং এরপর থেকেই সমিতির পক্ষ থেকে বৈধভাবে জলমহল পরিচালনা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মূল ইজারাগ্রহীতা রবীন্দ্র নাথ বিশ্বাসসহ সাবলিজগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর