Saturday, December 6, 2025

যশোরে ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি

ওয়াসী মোহাম্মদ সাদিক:  কয়েকদিনের টানা ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিল যশোরসহ আশপাশের অঞ্চলের মানুষ। খরতাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। তবে আজ বৃহস্পতিবার বিকেলের দিকেই হঠাৎ করে নেমে আসে স্বস্তির বৃষ্টি।

বৃষ্টির ছোঁয়ায় যেমন পথঘাটে ধুলো কমে আসে, তেমনি মানুষের মাঝেও ফিরে আসে কিছুটা স্বস্তি। শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টি দেখেই ছোট ছেলেমেয়েরা বেরিয়ে আসে রাস্তায়, অনেকে আবার বৃষ্টির ফোঁটার নিচে দাঁড়িয়ে উপভোগ করেন প্রকৃতির এই পরশ।

এদিকে কৃষকরাও বৃষ্টিতে খুশি। তারা জানান, সময়মতো বৃষ্টি হওয়ায় জমিতে আর্দ্রতা ফিরে এসেছে, যা ফসলের জন্য ভালো।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের কয়েকদিনেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর