ফুটবলে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো যশোরে। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো রাজধানীর বাইরে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের দুই সপ্তাহব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হচ্ছে যশোরের শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে।
আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় সদর উপজেলার হামিদপুরে অবস্থিত একাডেমিতে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ইতোমধ্যে মাঠ, আবাসনসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
বুধবার রাতেই ৩৮ সদস্যের জাতীয় অনূর্ধ্ব-১৯ দল ক্যাম্পস্থলে পৌঁছায়। একাডেমির শিক্ষার্থীরা ফুল দিয়ে তাদের বরণ করে নেয়। দলে ৩১ জন খেলোয়াড়, ৫ জন অফিসিয়াল এবং ২ জন বলবয় রয়েছেন। তাদের জন্য তিনটি প্রস্তুতকৃত মাঠ ও ভাষা সৈনিক মুসা মিয়া ভবনের তৃতীয় তলার ফ্লোরে আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার রওনক জাহান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সভাপতিত্ব করবেন একাডেমির নির্বাহী সদস্য মো. শফিকউজ্জামান।
এ সময় স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির পরিচালক শেখ শামস্-উল-বারী শিমুল এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন উপ-পরিচালক মাসুদুর রহমান।
পরিচালক শেখ শামস্-উল-বারী শিমুল বলেন, “আমরা গর্বিত, যশোরে জাতীয় দলের ক্যাম্প আয়োজন করতে পেরে। দেশের ইতিহাসে এই প্রথমবার ঢাকার বাইরে জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।”







