শনিবার (২৬ ডিসেম্বর) সকালে শৈলকুপার দলিলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নুরুর বাড়ি উপজেলার দলিলপুর গ্রামে। তার বাবার নাম আদেল জোয়ার্দ্দার।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকালে শৈলকুপার দলিলপুর গ্রামে ইজিবাইক চালক যাত্রী নিয়ে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি রাস্তার পাশের একটি পুকুরে উল্টে যায়। এতে একজন নিহত হন। ইজিবাইকের চালক পান্নু হোসেনসহ দুইজন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
অনলাইন ডেস্ক







