কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামে পিতাকে মারধরের অভিযোগে ছেলে নাজমুল গাজী (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাত ৮টার দিকে স্থানীয় মাহমুদকাটি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ১১ এপ্রিল (শুক্রবার) সকাল সাড়ে সাতটার দিকে ছেলে নাজমুল গাজী ও তার স্ত্রী মারুফা বেগম (৪৬) মিলে তাদের বৃদ্ধ পিতা নওয়াব আলী (৭৪) কে মারধর করে। এ সময় পিতা গুরুতর আহত হন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরে পিতা নওয়াব আলী বাদী হয়ে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত নাজমুল গাজীকে গ্রেফতার করে।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই নাজমুল গাজীকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।