Sunday, April 27, 2025

ভোমরা সীমান্তে বিজিবির অভিযানে ৯০টি হীরার নাকফুল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্তের শ্রীরামপুর ব্রিজ এলাকা থেকে ৯০টি হীরার নাকফুলসহ একটি প্যাকেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত গহনাগুলোর আনুমানিক মূল্য ২৩ লাখ ৯০ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে বাংলাদেশে হীরার গহনা পাচার হচ্ছে। এরপর একটি আভিযানিক দল শ্রীরামপুর ব্রিজ এলাকায় কৌশলে অবস্থান নেয়।

এক পর্যায়ে এক চোরাকারবারী পায়ে হেঁটে সীমান্ত অতিক্রমের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা প্যাকেটটি তল্লাশি করে তাতে থাকা ৯০টি হীরার নাকফুল জব্দ করেন।

জব্দকৃত গহনাগুলো যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর