চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে আমন মৌসুম শেষে ফাঁকা ধানক্ষেতে আয়োজন করা হয়েছে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। ধুলো উড়িয়ে একসঙ্গে দৌড়াচ্ছে ৮-১০টি সাজানো গরুর গাড়ি।
শুক্রবার জীবননগরের সীমান্তবর্তী বাকা গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্ষেতের দুই পাশে দাঁড়িয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেছে চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলার হাজারো মানুষ। ৫০টি গরুর গাড়ি নিয়ে কয়েক পর্বে শেষ হয় প্রতিযোগিতাটি। প্রথম স্থান অধিকারী গাড়িয়াল পান ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন। দ্বিতীয় স্থান অধিকারীকে দেয়া হয় একটি সাইকেল।
প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী পর্বে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।