মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বাগেরহাট-৪ আসনের বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের উদ্যোগে মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। নববর্ষের সকালে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রঙিন ব্যানার, ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্রে মুখর ছিল পুরো শহর। শোভাযাত্রায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবের আমেজ ও ঐক্যের বার্তা।
এসময় কাজী খায়রুজ্জামান শিপন বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। এ ধরনের আয়োজন মানুষের মাঝে সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তোলে।”
সুধীমহলের মত, এমন আয়োজন তৃণমূলে দলকে আরও সুসংগঠিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।