Sunday, April 27, 2025

গাজায় ফের ইসরায়েলি হামলা: নিহত আরও ৩৭ ফিলিস্তিনি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় আরও অন্তত ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। নিহতদের মধ্যে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা ছয় ভাই রয়েছেন, যারা ক্ষুধার্ত মানুষের মধ্যে খাবার বিতরণে নিয়োজিত ছিলেন।

সোমবার (১৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রবিবার দিনভর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অবিরাম বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক আগ্রাসনে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৪৪ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ১৬ হাজার ১৫৬ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বোমা হামলার কারণে চিকিৎসা সেবা ব্যাহত হয়ে এক শিশু মারা গেছে। এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় উঠেছে।

গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর নিহত হয়েছেন অন্তত ১ হাজার ৫৭৪ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৪ হাজার ১১৫ জন।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের হামলার ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুহারা এবং ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই সঙ্গে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগের মুখোমুখি করা হয়েছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর