রেকর্ড গড়া এক জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ। জয়রথ অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (রোববার) আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মাঠে নামবে টাইগ্রেসরা।
লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে প্রথম ম্যাচে বাংলাদেশ ১৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে থাইল্যান্ড নারী দলকে। এটি ওয়ানডে ইতিহাসে রান ব্যবধানে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। ওই ম্যাচে একাধিক রেকর্ডও গড়েছে টাইগ্রেসরা—ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ, দ্রুততম সেঞ্চুরি ও এক ইনিংসে দুই বোলারের পাঁচ উইকেট নেওয়ার বিরল কীর্তি।
টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ। ফারজানা হক ৫৩ ও শারমিন আকতার ৯৪ রানে অপরাজিত থাকেন। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে নিগার সুলতানা মাত্র ৭৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন, যা বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত ৮০ বলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১০১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।
এরপর বল হাতে থাইল্যান্ডকে মাত্র ২৮.৫ ওভারে ৯৩ রানে অলআউট করে টাইগ্রেসরা। বল হাতে ফাহিমা খাতুন ২১ রানে এবং জান্নাতুল ফেদৌস মাত্র ৭ রানে ৫ উইকেট নেন। নারী ওয়ানডে ইতিহাসে এটি প্রথমবার, যেখানে একটি ইনিংসে দুই বোলার ৫ উইকেট করে নিয়েছেন।
দারুণ শুরুতে খুশি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। তিনি বলেন, “টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয়, দলের জন্য অবদান রাখতে পেরে ভালো লাগছে। আশা করি, পারফরম্যান্স ধরে রাখতে পারব। জয়ের ধারা অব্যাহত রাখতেই দ্বিতীয় ম্যাচে নামছি আমরা।”
অন্যদিকে, বাছাই পর্বের শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে তারা হেরে গেছে ৩৮ রানে। প্রথমে ব্যাট করে পাকিস্তান ২১৭ রানে গুটিয়ে গেলেও জবাবে ১৭৯ রানের বেশি তুলতে পারেনি আইরিশরা।
অনলাইন ডেস্ক