Saturday, December 6, 2025

গাজা সিটির প্রধান হাসপাতালে ইসরায়েলি মিসাইল হামলা

দখলদার ইসরায়েল গাজা উপত্যকার মধ্যাঞ্চলের প্রধান হাসপাতাল আল-আহলি ব্যাপটিস্টে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে। এতে হাসপাতালের আইসিইউ এবং অস্ত্রোপচার বিভাগ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দোতলা হাসপাতাল ভবনে মিসাইল আঘাত হানার পর বিশাল আগুনের কুণ্ডলি ছড়িয়ে পড়ে। আতঙ্কে বিছানায় থাকা রোগীরা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন।

এক স্থানীয় সাংবাদিক জানান, হামলার আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক কর্মকর্তা হাসপাতালের এক চিকিৎসককে ফোন করে হুমকি দিয়ে বলেন, “সব রোগী এবং আশ্রয় নেওয়া মানুষদের ২০ মিনিটের মধ্যে সরিয়ে নিতে হবে।”

হামাস এই হামলাকে ‘ভয়াবহ যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে। তবে এখনো হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায়, রাতে রোগী ও আশ্রয়প্রার্থী নারী-শিশুরা হাসপাতাল ত্যাগ করছেন।

উল্লেখ্য, এর আগে ইসরায়েল গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এরপর ছোট আকারের আল-আহলি হাসপাতালটিই প্রধান চিকিৎসাকেন্দ্রে পরিণত হয়। রোববার (১৩ এপ্রিল) রাতে সেখানেও হামলা চালায় ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবরেও একই হাসপাতালে চালানো হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর