Friday, December 5, 2025

মোরেলগঞ্জের উজ্জ্বল নক্ষত্র: গৌরব নিয়ে আরাফাতের অনন জয়যাত্রা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ অদম্য মেধা, কঠোর পরিশ্রম ও অটুট নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন মোরেলগঞ্জের বারইখালী এলাকার কৃতি শিক্ষার্থী মোঃ আরাফাত আলমগীর অনন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘কম্পিউটার কমিউনিকেশন’ বিভাগে ভর্তি হয়ে তিনি শুধু নিজের নয়, পুরো মোরেলগঞ্জবাসীর গর্বের কারণ হয়ে উঠেছেন।
মোরেলগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মেহের আলী পরিবারের সদস্য  মোঃ আলমগীর হোসেন সেলিম ও মোসাঃ মাহমুদা নাসরিন মুন্নি দম্পতির সন্তান আরাফাত ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী ও সৃজনশীল। শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি নিজের একাগ্রতা, মনন ও অধ্যবসায়ের ছাপ রেখেছেন।
২০২৩ সালে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন তিনি। এরপর খুলনার সুন্দরবন কলেজে অধ্যয়ন করে এইচএসসিতেও বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে নিজের কৃতিত্ব অক্ষুণ্ণ রাখেন।
তবে আরাফাত আলমগীর অনন অর্জন কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় নিয়মিত অংশগ্রহণ করে বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছেন তিনি। এসব প্রতিযোগিতায় সৃজনশীল চিন্তা ও দক্ষ উপস্থাপনার জন্য পেয়েছেন একাধিক সনদপত্র ও পুরস্কার, যা তার মেধা ও মননের প্রামাণ্য নিদর্শন।
বর্তমানে কুয়েটের ‘কম্পিউটার কমিউনিকেশন’ বিভাগে ভর্তি হয়ে একজন দক্ষ প্রকৌশলী হওয়ার স্বপ্নে এগিয়ে চলেছেন আরাফাত। তার লক্ষ্য, ভবিষ্যতে দেশের প্রযুক্তি খাতে অবদান রেখে একজন গর্বিত নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করা।
এজন্য সকলের তিনি ও তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করছেন।
আর কে-০২
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর