কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক পরিবারের অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন নারীসহ পরিবারের একাধিক সদস্য। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানা গেছে, উপজেলার রামচন্দ্রনগর ও রামনাথপুর মৌজার ১৮.৮৪ একর জমির মালিকানা নিয়ে আয়ুব আলী ফকিরদের সঙ্গে কাজীমুছা গ্রামের কওছার হালদার ও মইনুল হালদারের পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আকবর শেখ, রেজাউল মোড়ল, হেকমত, কালু, নূর আলী, হাসান মোল্যা, সওকত ও লিয়াকতসহ প্রায় ৫০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আয়ুব আলী ফকিরের পুরুষশূন্য বাড়িতে হামলা চালায়। তারা বাড়িতে ভাঙচুর চালিয়ে পরিবারের মহিলাদের কুপিয়ে আহত করে।
আহতরা হলেন—জরিনা বেগম (৬৫), তার মেয়ে জান্নাত আরা (৪৫), জামাতা মিজানুর রহমান (৫০), পুত্রবধূ আয়রা বেগম (৪৫), জয়নব বেগম (৪৬) ও আকাশ (১৮)।
আয়ুব আলী ফকির অভিযোগ করেন, হামলাকারীরা বাইরে থেকে ভাড়াটে লোক এনে সশস্ত্র হামলা চালিয়েছে। নিজেরাই নিজেদের কয়েকজনকেও চিনতে না পেরে আহত করে ফেলেছে। এলাকাবাসী জানায়, এই পরিবারটি দীর্ঘদিন ধরে জমি নিয়ে হয়রানির শিকার হয়ে আসছে, প্রতিবছরই হামলার শিকার হয়।
এদিকে আহতদের হাসপাতালে চিকিৎসা দিতে বাধা দেওয়া ও থানায় মামলা করতে নিষেধ করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়ে আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”







