যশোর শহরের জেল রোড এলাকার ঘোপ বেলতলা মোড়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে দীপু দাস (৩৩) নামে একজন ব্যক্তি ও তার মা গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ এপ্রিল) সকালে। আহত দীপু দাস ঘোপ বেলতলা মোড় এলাকার বাসিন্দা কার্তিক চন্দ্র দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার বিকাশ (৩৮), তার স্ত্রী শিখা (৩২) এবং মা পিরেনী (৭০)–র সঙ্গে দীপুর পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই শুক্রবার সকালে দীপু ও তার মাকে বে-ধরক মারধর করে অভিযুক্তরা। এতে দীপু গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।







