Sunday, April 27, 2025

নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আ’লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত তিনটি মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে লোহাগড়া আমলী আদালতের ভারপ্রাপ্ত বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী এই আদেশ দেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল লিওন।

আদালত চত্বরে এ সময় সেনাবাহিনী ও পুলিশের কঠোর উপস্থিতি দেখা গেছে।

জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক জানান, ২০২৩ সালের ৪ আগস্ট লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত তিনটি মামলায় আসামিরা বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর