Friday, December 5, 2025

জ্যোতির সেঞ্চুরিতে বিশ্বকাপ বাছাইয়ে রেকর্ড গড়ে জয়যাত্রা শুরু

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ওয়ানডেতে অভিষেক সেঞ্চুরিতে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের বড় পুঁজি গড়েছে টাইগ্রেসরা—যা ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

আজ (বৃহস্পতিবার) লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় থাইল্যান্ড। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় টাইগ্রেসরা। অভিষেকে ইসমা তানজিম করেন ১৩ বলে ৮ রান।

এরপর দ্বিতীয় উইকেটে ফারজানা হক ও শারমিন আক্তার গড়েন শতরানের জুটি। ৮২ বলে ৫৩ রান করেন ফারজানা। চারে নামা অধিনায়ক নিগারকে সঙ্গে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন শারমিন। নিগারের দাপুটে সেঞ্চুরিতে বিশাল স্কোর দাঁড় করায় বাংলাদেশ।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর