কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস এফসির কাছে ১-০ গোলে হেরে পিছিয়ে পড়েছিল ইন্টার মিয়ামি। তবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ালেন লিওনেল মেসিরা। শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় তুলে নিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মায়ামি।
ম্যাচের ৯ মিনিটেই অ্যারন লংয়ের গোলে এগিয়ে যায় লস অ্যাঞ্জেলস। তখন মনে হচ্ছিল, মায়ামির পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিনই হবে। কিন্তু মেসির উপস্থিতিতে বদলে যায় দৃশ্যপট।
৩৫ মিনিটে দুর্দান্ত এক স্ট্রাইকে দলকে ম্যাচে ফেরান মেসি। প্রথমার্ধে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফেড্রিকো রেডোন্ডোর গোল ম্যাচে সমতা ফেরায় (অ্যাগ্রিগেটে ২-২)। তবে অ্যাওয়ে গোলের নিয়মে তখনও এগিয়ে ছিল লস অ্যাঞ্জেলস।
৬৭ মিনিটে মেসির পাসে লুইস সুয়ারেজ গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত ৮৪ মিনিটে দারুণ এক শটে মেসিই এনে দেন জয়সূচক গোল। এই গোলেই সেমিফাইনালে পা রাখে ইন্টার মায়ামি।
অনলাইন ডেস্ক