ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঁঝির নাতনি সুষমা দেবীকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে। পারিবারিক কলহের জেরে স্বামী রমেশ তাকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিহারের গয়া জেলার আত্রি ব্লকের তেতুয়া গ্রামে। ঘটনার সময় সুষমা দেবী তার সন্তান ও বোন পুনম কুমারীর সঙ্গে বাড়িতে ছিলেন। ঝগড়ার একপর্যায়ে রমেশ দেশি পিস্তল দিয়ে গুলি চালায় এবং তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই সুষমার মৃত্যু হয়। বোন পুনম রমেশের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, “আমার বোন আর নেই। তাকে হত্যার জন্য রমেশের ফাঁসি হওয়া উচিত।”
গয়ার সিনিয়র পুলিশ সুপার আনন্দ কুমার জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ফরেনসিক দল ও কারিগরি বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ঘটনার পর এখনো পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঁঝির পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি। তিনি এনডিএ মিত্র দল হিন্দুস্তানি আওয়াম মোর্চার (ধর্মনিরপেক্ষ) প্রতিষ্ঠাতা।
অনলাইন ডেস্ক