যশোরের চুরামনকাটি বাজারে বাসের ধাক্কায় আহত হওয়া কিশোরী ঊর্মি (১৬) অবশেষে মৃত্যুবরণ করেছেন। বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রূপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১০ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঊর্মি যশোরের চুরামনকাটি বিজয়নগর দক্ষিণপাড়ার বাসিন্দা রবিউল ইসলামের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসটি তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। তবে চালক পালিয়ে যায়।







